বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দেশ মার্তৃকা রক্ষা ও দেশের গৌরব উজ্জল সমুন্নত রাখতে ক্যাডেটরা সেবার ব্রত নিয়ে নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
আজ (শুক্রবার) সকালে টাঙ্গাইলে মির্জাপুর ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে ক্যাডেটরা নিষ্ঠা ও সততার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে।
এ সময় সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এ মুবিন, মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির, মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন, মেজর জেনারেল মো. মোসফেকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি