1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. dcm01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ভোলায় জমি না দেওয়ায় বাবার লাশ দাফনে মেয়ের বাধা - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

ভোলায় জমি না দেওয়ায় বাবার লাশ দাফনে মেয়ের বাধা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

ভোলায় জমি দেওয়ার কথা বলে মেয়ের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলেন বাবা। দীর্ঘ ৭ বছরেরও মেয়েকে জমি কিংবা টাকা কোনোটাই দেননি তিনি। এরই মাঝে একদিন মারা যান সেই ব্যক্তি। তাই বাধ্য হয়ে বাবার মৃত্যুর পর তার লাশ দাফনে আপত্তি জানায় মেয়ে।

একপর্যায়ে লাশের খাট নিয়ে ধ্বস্তাধস্তির ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে পুলিশকে ঘটনাস্থলেও যেতে হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের চর ইলিশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাঈনুল ইসলাম এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. লিটন এ তথ্য নিশ্চিত করেন। মৃত লুৎফর রহমান (৭৫) ওই ওয়ার্ডের বাসিন্দা। তার ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে। বুধবার ভোররাতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
ইউপি সদস্য লিটন জানান, লুৎফর রহমানের ৪ ছেলে এবং ২ মেয়ে আছে। ২ মেয়ের মধ্যে কোহিনূর বেগম নামে তার এক মেয়ে মেঘনা নদীর তীরে বসবাস করতেন। প্রায় ৭ বছর আগে কোহিনূরের বসতভিটা মেঘনায় বিলীন হয়ে যায়। তখন তার বাবা লুৎফর রহমান তাকে জমি দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা নেয়।

নদীর ভাঙনে মেঘনার বুকে বসতভিটা বিলীন হয়ে যাওয়ার পর মেয়েটি নিরুপায় হয়ে বাবার বাড়িতে অস্থায়ীভাবে আশ্রয় নেয়। কিন্তু দীর্ঘ ৭ বছরেও লুৎফর রহমান মেয়েকে জমি বা টাকা কোনোটাই দেননি। যার কারণে বুধবার ভোররাতে লুৎফর রহমান মারা গেলে কোহিনূর ও তার স্বামী লাশ দাফনে আপত্তি জানায়।

বাদ আছর লুৎফর রহমানের লাশের জানাজা পড়ানোর জন্য মসজিদের মাঠে নিয়ে যেতে চাইলে কোহিনূর ও তার স্বামী লাশের খাট ধরে ধ্বস্তাধস্তি করেন। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগিতাও চাওয়া হয়।

এ জনপ্রতিনিধি আরো জানান, লুৎফর রহমান জীবিত থাকা অবস্থায় এ ঝামেলা নিয়ে একাধিকবার সালিশ বিচার হয়েছে। কিন্তু তখনও কোনো ফয়সালা হয়নি। শেষ পর্যন্ত বুধবার বিকেলের এ ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে যান। এরপর তার মেয়েকে ও মেয়ের স্বামীকে বুঝিয়ে শুনিয়ে লাশ দাফন করেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাঈনুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন লুৎফর রহমানের লাশ দাফন করা হয়ে গেছে।

এছাড়া ইউপি সদস্য লিটন তাকে জানিয়েছে, কোহিনূর বেগমের জমির ফয়সালাটি তারা স্থানীয়ভাবে বসে সালিসি বৈঠকের মাধ্যমে করে দিবেন। সোমবার তিনিসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান কোহিনূর বেগমের জমির ফয়সালায় বসবেন।

বাদ আছর লুৎফর রহমানের লাশের জানাজা পড়ানোর জন্য মসজিদের মাঠে নিয়ে যেতে চাইলে কোহিনূর ও তার স্বামী লাশের খাট ধরে ধ্বস্তাধস্তি করেন। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগিতাও চাওয়া হয়।

এ জনপ্রতিনিধি আরো জানান, লুৎফর রহমান জীবিত থাকা অবস্থায় এ ঝামেলা নিয়ে একাধিকবার সালিশ বিচার হয়েছে। কিন্তু তখনও কোনো ফয়সালা হয়নি। শেষ পর্যন্ত বুধবার বিকেলের এ ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে যান। এরপর তার মেয়েকে ও মেয়ের স্বামীকে বুঝিয়ে শুনিয়ে লাশ দাফন করেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাঈনুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন লুৎফর রহমানের লাশ দাফন করা হয়ে গেছে।

এছাড়া ইউপি সদস্য লিটন তাকে জানিয়েছে, কোহিনূর বেগমের জমির ফয়সালাটি তারা স্থানীয়ভাবে বসে সালিসি বৈঠকের মাধ্যমে করে দিবেন। সোমবার তিনিসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান কোহিনূর বেগমের জমির ফয়সালায় বসবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কবে কমবে চালের দাম, জানালেন খাদ্য উপদেষ্টা

কবে কমবে চালের দাম, জানালেন খাদ্য উপদেষ্টা

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর, বেড়েছে ফি

এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর, বেড়েছে ফি

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

আইটিইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ

চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান আটক

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান আটক

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ডিজেল-কেরোসিনের দাম কমল

শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
ট্রাম্পের ভূমিধস বিজয়

ট্রাম্পের ভূমিধস বিজয়

বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
এলপিজির দাম কমালো বিইআরসি

এলপিজির দাম কমালো বিইআরসি

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন

সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন

সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৪ বিজয় টিভি || All Rights Reserved.