ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মাষ্টারদা সূর্য সেনের ৯১তম প্রয়ান দিবস উপলক্ষে জেএমসেন হল ও তাঁর জন্মভূমি রাউজানে আবক্ষ মূর্তিতে মাষ্টারদা সূর্যসেন স্মৃতি সংরক্ষন পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। পরে স্মৃতি চারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, স্মৃতি চারণ করেন কমিটির আহ্বয়াক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, সদস্য সচিব-সুভাষ মুহুরী।
স্মৃতিচারনে আরও উপস্থিত ছিলেন প্রবীর চৌধুরী, রাজন সেন রাজু, সুকুমার সেন কৃষ্ট, প্রণব চৌধুরী মিঠু, পল্টু বিশ্বাস, সুশীল দে টুটু, কিশোর পালিত, সদীপ দে, তাপস সেন, টিটু চৌধুরী, কাঞ্চন দেব, শিক্ষক কাঞ্চন বিশ্বাস, বিপ্লব দে, সদীপ(সজীব) দে, বিপ্লব কান্তি দাশ, দীপ্ত চৌধুরী, শাহদাত মির্জা, মোঃ সুমন, হাছান বাহাদুর প্রমুখ।
এতে বক্তারা বলেন যখন সূর্যসেনের ব্রিটিশ আমলে অবিভক্ত ভারতবর্ষে সূর্য উদিত হতনা এমন একটি প্রবাদ ছিল, ঠিক তখন ব্রিটিশ সন্যদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে চট্টগ্রামকে যিনি ৩ দিনের জন্য স্বাধীন করে ছিলেন এবং ওই ৩ দিন চট্টগ্রামের পরীর পাহাড়ের ( বর্তমান কোর্ট বিল্ডিংয়ে ) এর উপরে স্বাধীনতার পতাকা উড্ডিয়ন রেখেছিলেন সেই লড়াকু বিপ্লবীর নাম মাস্টারদা “সূর্য সেন” ।
আজ তাঁর প্রয়াণ দিবসে জানাই বিপ্লবী লাল সালাম ও শ্রদ্ধা। রাউজানে আরো শ্রদ্ধা নিবেদন করেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ