কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আমির হোসেনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (১৯ জানুয়ারি) ভোরে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১২ ব্লকের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির হোসেন বালুখালী রোহিঙ্গা শিবিরের ১৯ নম্বর ক্যাম্পের সি/১২ ব্লকের কালা মিয়ার ছেলে। তিনি রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা সদস্য।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাজনিমারখোলা ক্যাম্পের সহকারী কমান্ডার এএসপি সালাহ উদ্দিন কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অস্ত্র ও গুলিসহ ১৯ নম্বর ক্যাম্পের সি ব্লকে অবস্থান করছিলেন রোহিঙ্গা রোহিঙ্গা আমির হোসেন। এমন খবরে এপিবিএনের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শুটার গান (এলজি) ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী আমিরের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।