গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭১টি নমুনা পরীক্ষা করে ৫৮০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৮ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৪১৮ জন মহানগর এলাকার ও ১৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৫৭২ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৮৮ হাজার ৬০১ জন এবং উপজেলায় ৩২ হাজার ৯৭১ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৫৯ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।