চট্টগ্রামের তাহের সেমাই ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, ভেজালবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাবের সহায়তায় চাক্তাই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে এমন অভিযোগ পেয়ে চাক্তাই খালের পাড়ে তাহের সেমাই ফ্যাক্টরীতে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, তাহের সেমাই ফ্যাক্টরীতে তৈরি হচ্ছিল ফুলকলি ব্র্যান্ডের ‘ভার্মিচিলি সেমাই’। বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইকবাল আহমেদ বলেন, তদন্ত সাপেক্ষে ফুলকলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি