বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে পরিবেশ অধিদপ্তর। আজ সকালে কাজীর দেউড়ির সার্কিট হাউস থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।
শোভাযাত্রায় অংশ নেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক প্রমুখ।
শোভাযাত্রা শেষে হল টোয়েন্টি ফোরে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা অনুষ্ঠান। এবারের প্রতিপাদ্য বিষয় ‘প্লাস্টিক পুনর্ব্যবহার করি, না পারলে বর্জন করি।’
নিউজ ডেস্ক / বিজয় টিভি