মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়ে শেখ হাসিনা দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সোমবার সন্ধ্যায় উপজেলা পাবলিক হলে লোহাগড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ সেবা পায়, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন হচ্ছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি