বাঙালি জাতিসত্ত্বাকে আঘাত করার জন্য ৭৫’ এর ১৫ আগস্টের পুনরাবৃত্তি হিসেবেই ২১ আগস্টে শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে নাগরিক উদ্দ্যোগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মানবন্ধনে এসব কথা বলেন তিনি। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তিকে সমূলে নির্মূল না করা পর্যন্ত বাঙালির জাতিসত্তা নিরাপদ নয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি