নিউজ ডেস্ক/বিজয় টিভি
বালিশ কিংবা পর্দা দুর্নীতিতে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই; গুটিকয়েক অসৎ সরকারি কর্মকর্তা জড়িত এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিটিউটে রবি-দৃষ্টি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার কূটনৈতিকভাবে মোকাবেলা করছে। তবে রোহিঙ্গাদের নাগরিকত্ব সনদ ও অন্যান্য সুবিধা দিয়ে বিদেশ পাঠানোর ক্ষেত্রে আরো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের কাউকে ছাড় দেয়া হবেনা। দৃষ্টি’র চট্টগ্রাম শাখার সভাপতি মাসুদ মুকুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রবি’র সিইও মাহাতাব উদ্দিন আহমেদসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি