গাজীপুর সিটি নির্বাচনের বাকি আর মাত্র ৪ দিন। শেষ মুর্হুতে প্রচার প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছেন বড় দুই দলের প্রার্থী ও তাদের নেতাকর্মীরা।
এদিকে নির্বাচনী পরিবেশে পক্ষপাত আছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। তারপরও বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে বলে জানান তিনি।
এদিকে বিএনপিকে নালিশী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি