বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ও জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্বের পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি জাবেদ জাহাঙ্গীর টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম,কেন্দ্রীয় যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক জাফর আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক মো: মঈনুদ্দীনসহ অন্যরা। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর অবদান ও আত্মজীবনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানান । পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি