৩৯ জন ব্যবসায়ীর ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাহান গ্রুপ-এর এমডি মশিউর রহামান খানের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচী পালিত হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, মশিউর রহামান খান বন্দর নগরী চট্টগ্রামের ৩৯ জন ব্যবসায়ীর কাছ থেকে ৬ কোটি টাকা আত্মসাৎ করেছে। তার নামে ৪০টির অধিক মামলা রয়ে বলেও জানান তারা। মানববন্ধনে ভূক্তভোগীরা পাওনা টাকা আদায়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি