কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়নের শাকতলী গ্রামে শতাধিক বিএনপির নেতাকর্মী আ.লীগে যোগদান করেছেন।
বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন বিএনপির নেতাকর্মীরা। এরআগে পেরিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও শাকতলী গ্রামে শফিকুর রহমানের বাড়ীতে পরিকল্পনামন্ত্রীর উদ্দেশ্যে আয়োজিত ভোজ শেষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ঐ মতবিনিময় সভায় শফিকুর রহমানের নের্তৃত্বে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, নাঙ্গলকোটে এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আবুল খায়ের আবু, পেরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির মজুমদার, বাঙ্গড্ডা ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাহান মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল রাজ্জাক সুমন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন সহ আ রা অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি