বাঁশখালীতে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় মাহমুদুর রহমান হায়দার নামে এক রাজমিস্ত্রিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মশিউর রহমান খান এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আক্তার জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় অপহরণের দায়ে আসামি মাহমুদুরকে ১৪ বছরের এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে দুই ধারাতে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ২০১৬ সালে চট্টগ্রামের কালুরঘাট হামিদচর এলাকা থেকে ধর্ষণ ও অপহরনের দায়ে মাহমুদুরকে গ্রেফতার করে পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি