হরনাথ চক্রবর্তী এবং প্রসেনজিত চট্টোপাধ্যায় এর একসঙ্গে কামব্যাক মানেই কিছু ধামাকা হবেই। আর সেই ধামাকাই হবে ২০১৮ এর পুজোর সময়। সূত্রের খবর, আবারও হরনাথ চক্রবর্তীর ছবিতে দেখা যাবে টলিউডের মাচো ম্যান বুম্বাদা কে।
২০১১ তে শেষ দেখা গেছিল ‘চলো পাল্টাই’ ছবিতে। ছবিটি প্রায় সকলের মনেই দাগ কেটেছিল। ‘রাজু আঙ্কেল’, ‘জোর যার মুলুক তাঁর’, ‘স্বপ্ন’ ছাড়াও প্রায় বহু ছবিতে এক সঙ্গে কাজ করেছেন তাঁরা। তবে এই নতুন ছবির নাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
জানা য়ায়, ছবির শুটিং প্রায় শেষ। পুজোর সময় বা তাঁর আগে পরে মুক্তি পেতে পারে ছবিটি। তবে বুম্বা দা এবং হরনাথ চক্রবর্তী যখন এক সঙ্গে তখন ধামাকা কিছু একটা থাকবে তা আশা করাই যায়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি