শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্রকারীরা ওঁৎ পেতে রয়েছে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (বুধবার) দুপুরে লোহাগাড়ার চুনতীতে প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদিনের স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এ মন্তব্য করেন।
বাতাসে ষড়যন্ত্রের গন্ধ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আন্দোলন-নির্বাচনে যারা শেখ হাসিনাকে পরাজিত করতে পারেনি, তারা আজকে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন, ষড়যন্ত্রের চোরাইপথে তারা সরকারকে হটাতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি