২৮২ জন প্রাইম মুভার ট্রেইলার চালকসহ অন্য চালকদের সরাসরি পরীক্ষা নিয়ে ভারী শ্রেণির লাইসেন্স দেয়ার দাবিতে ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন।
আজ (সোমবার) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়।
আগামী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে।
সেইসঙ্গে প্রাইম মুভার ট্রেইলার চালক ও সহযোগীসহ সব পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র দেয়ারও দাবি জানানো হয়।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিকী। ৩০ জানুয়ারির আগে ভারী লাইসেন্স সমস্যার সমাধান না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন পরিবহন শ্রমিক নেতারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি