একদিনের ব্যবধানে চট্টগ্রামে নতুন করে আরও ২৩৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ছিল ৬২০ জন। এ নিয়ে হোম কোয়ারেন্টিনে অবস্থানরতদের সংখ্যা দাঁড়ালো ৮৫৭ জনে।
আজ (শনিবার) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নুরুল হায়দার এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় হোম কোয়ারেন্টিনে সংখ্যাবৃদ্ধির কারণ জানতে চাইলে তিনি বলেন, বিদেশ থেকে প্রবাসীদের ফিরে আসা বন্ধ করা যাচ্ছে না। প্রতিদিন চট্টগ্রামে প্রবাসীরা বিদেশ থেকে আসছে। বিদেশের বিমান চলাচল বন্ধ করা গেলে এ সংখ্যা কমে যাবে।
এদিকে, করোনা শনাক্তকরণ কিট কালকের মধ্যে চট্টগ্রামে আসছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি