চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের অদুরে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জাহাঙ্গীর আলম হাবুল (৫৫) নামে এক পাথর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাহাঙ্গীর আলম হাবুল ভোলা জেলার সদর উপজেলার মুসলিমপাড়া এলাকার মৃত আবুল কাশেম সিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পাথর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হাবুল রোববার রাত ১০টার দিকে ট্রাক টার্মিনাল এলাকার কয়লাবাড়ি আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় ১১ নম্বর কক্ষে উঠেন। সোমবার সকাল ১১টার দিকে হোটেল কর্তৃপক্ষ ডাকতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ পায় এবং তার সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে দুপুরে দরজা ভেঙ্গে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠনো হবে। ময়নাতদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানান ওসি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি