র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করে আসছে র্যাব। দিনে দিনে মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে র্যাব।
আজ (রোববার) দুপুরে, হাটহাজারীতে র্যাবের নতুন ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলমসহ অন্যরা।
ক্যাম্প উদ্বোধন শেষে র্যাব মহাপরিচালক হালদা নদী পরিদর্শনে যান। এসময় হালদার জীব- বৈচিত্র্য রক্ষায় র্যাব সদস্যরা কাজ করবেন বলে জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি