চট্টগ্রামে নতুন করে ৬৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। সংক্রমণের হার ৫ দশমিক ৫৬ শতাংশ। তবে রোনাক্রান্ত কারো মৃত্যু হয়নি। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৬ জন।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গতকাল বুধবার চট্টগ্রামের সাতটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ১১৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে ৪৮ জন শহরের এবং ১৫ জন গ্রামের বাসিন্দা। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৮ হাজার ৫১৭ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে। এখানে ৩৯৬ জনের মধ্যে ২১ জনের নমুনায় করোনারভাইরাস পাওয়া যায়।
ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৬৭টি নমুনা পরীক্ষায় ৭টিতে ভাইরাসের অস্তিত্ব মিলে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি