চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ২১ হাজার ছাড়ালো। নতুন ৯৮ জনের সংক্রমণ শনাক্তের পর মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ হাজার ১ জনে। এদিন একজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্ট অনুযায়ী, নগরীর ছয়টি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গতকাল বুধবার চট্টগ্রামের ১ হাজার ৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নগরীর ৮৪ জন এবং সাত উপজেলার ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ হার ৯ দশমিক ৩৪ শতাংশ।
করোনাক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা এখন ৩০২ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ২০৯ জন এবং গ্রামের ৯৩ জন। এটি ছিল ১৪ দিন পর করোনায় চট্টগ্রামে কোনো রোগীর মৃত্যু। উপজেলায় সবচেয়ে বেশি (৫ জন) আক্রান্ত বাঁশখালীতে। এছাড়া, হাটাহাজারী, পটিয়া ও সাতাকানিয়ায় ২ জন করে এবং ফটিকছড়ি, সীতাকু- ও চন্দনাইশে একজন করে রয়েছেন।
আজ (বৃহস্পতিবার) সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘সংক্রমণের সংখ্যা ও হার দু’টোই আগের দিনের তুলনায় বেড়েছে। মঙ্গলবার ৬৫৪টি নমুনা পরীক্ষায় নতুন ৪৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। হার ছিল ৬ দশমিক ৫৭ শতাংশ। ১৪ দিন পর গতকাল করোনাক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। এদিন সুস্থ হয়েছেন ৬ জন। ফলে আরোগ্য লাভকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৪৭৩ জনে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১০৪৪ জন।’
নিউজ ডেস্ক/বিজয় টিভি