চট্টগ্রামের সরকারি-বেসরকারি নয়টি ল্যাবের মধ্যে পরীক্ষায় হয়নি চারটি ল্যাবে। বাকি পাঁচটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮৯৯টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনা পজিটিভ আসে।
এর মধ্যে নগরের ৫৮ জন এবং উপজেলার বাসিন্দা ৫ জন। এ পর্যন্ত চট্টগ্রাম নগরেই করোনা রোগী গিয়ে দাঁড়াল ১৬ হাজার ৫০ জনে। উপজেলায় এই সংখ্যা পাঁচ হাজার ৭৩৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুনভাবে কেউ মারা যাননি করোনায়।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২১ হাজার ৭৮৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩০৬ জন, যাদের ২১২ জন নগরের এবং ৯৪ জন উপজেলার। অন্যদিকে ৭ নভেম্বর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৮৬ জন।
আজ (রোববার) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি দুটি, বেসরকারি দুটি এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ৮৯৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬৩ জনের দেহে। এদের মধ্যে ৫৮ জন নগরের এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি