চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ১০৮ জনের সংক্রমণের মধ্য দিয়ে মোট সংক্রমিত ২২ হাজার ছাড়িয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, সোমবার চট্টগ্রামের আটটি ল্যাবে ১ হাজার ২৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ১০৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। সংক্রমণ হার ৮ দশমিক ৫৪ শতাংশ। এতে শহরের বাসিন্দা ৯১ জন এবং ৭ উপজেলার ১৭ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২২ হাজার ৮ জন।
সংক্রমিতদের মধ্যে শহরের ১৬ হাজার ২৩২ জন ও গ্রামের ৫ হাজার ৭৭৬ জন। উপজেলার পর্যায়ে সোমবার শনাক্ত ১৭ জনের মধ্যে রাউজান ও হাটহাজারীর ৪ জন করে, ফটিকছড়ির ৩ জন, পটিয়া ও লোহাগাড়ার ২ জন করে এবং সাতকানিয়া ও সন্দ্বীপের ১ জন করে রয়েছেন।
সোমবার করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা এখন ৩০৮ জন। এর মধ্যে ২১৪ জন শহরের ও ৯৪ জন গ্রামের। সুস্থতার ছাড়পত্র দেয়া হয় ৩৫ জনকে। মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ১৬ হাজার ৯০০ জনে উন্নীত হয়েছে। হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইনে যুক্ত হন ৩৪ জন ও ছাড়পত্র নেন ১০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১১০২ জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি