নিউজ ডেস্ক / বিজয় টিভি
কর্ণফুলী নদীর ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকা ডুবিতে নিখোঁজ আরও এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে নৌ-বাহিনীর বঙ্গবন্ধু ডক এলাকা থেকে হাবিবুর রহমান নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দীন জানান, কর্ণফুলীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হাবিবের মরদেহ রাতে ভেসে ওঠে।
পরে ফায়ার স্টেশন ও ইপিজেড থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। গত রোববার ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নিখোঁজ হন তিন ব্যক্তি। এদের মধ্যে দুজনের মরদেহ মঙ্গলবার রাতে উদ্ধার করে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার স্টেশনের কর্মকর্তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি