করোনা ধকল সামলিয়ে দেশের প্রেক্ষাগৃহে গেল বছরের ১ অক্টোবর মুক্তি পেয়েছে সিনেমা ‘মুজিব আমার পিতা’। ছবিটি দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। দ্বিমাত্রিক এ ছবিটি গেল বছরের ১৬ সেপ্টেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এই ছবিটিতে কাজ করেছেন। অ্যানিমেশন চলচ্চিত্রটির পরিচালক সোহেল মোহাম্মদ রানা। তার নিজস্ব প্রযোজনা সংস্থা প্রোলেন্সার স্টুডিও থেকে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।
নতুন খবর হল, কুয়েটু ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি নির্বাচিত হয়েছে মূল বিভাগে। তানজানিয়ার এই উৎসবে দেখানো হয় সারা বিশ্ব থেকে নির্বাচিত সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র।
মুজিব বর্ষ সামনে রেখে এর অর্থায়ন করেছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ সেপ্টিমিয়াস অ্যাওয়ার্ডের ‘বেস্ট অ্যানিমেশন’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‘মুজিব আমার পিতা’।
উৎসব কর্তৃপক্ষ চলচ্চিত্রটির মনোনয়ন চূড়ান্তের খবর জানিয়েছে। উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে এ আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির পৃষ্ঠপোষক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, গবেষণা সমন্বয়ক তন্ময় আহমেদ এবং পরিচালক সোহেল মোহাম্মদ রানার।