অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃত। যাদের রক্ত ও প্রাণের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা বাংলা, তাদেরকে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন দেশীয় মায়ানগরীর জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।
মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একমাত্র ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন বুবলী। আর ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
এদিকে, ছবিতে অভিনেত্রীকে দেখা যায় চিকন কালো পাড়ের সাদা শাড়িতে। আঁচল জুড়ে রক্তলাল সূর্যের প্রতীক আর তার চারপাশে বাংলা বর্ণমালার নকশা। নিজের শাড়ির সঙ্গে মিলিয়ে ছেলে বীরের পাঞ্জাবির নকশাও করিয়েছেন এই অভিনেত্রী।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শহীদ মিনার সর্বস্তরের মানুষের জন্য খুলে দেয়া হয়।
২১-সে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিতে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয়। এতে ১৮৮টি দেশ সমর্থন জানায়। আর তাতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায় অমর একুশে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশগুলোর মধ্যে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।