গায়িকা সেলেনা গোমেজ সম্প্রতি তার ফেসিয়াল সার্জারি নিয়ে তৈরি করা একটি টিকটক ভিডিওর প্রতিক্রিয়া জানান এবং এই ব্যাপারে কিছু তথ্য প্রকাশ করেন।
সেলেনা গোমেজ প্রায়শই তার ফেসিয়াল সার্জারি এবং ওজনের ওঠানামা নিয়ে আলোচনায় থাকেন। তিনি সম্প্রতি এসব বিষয় নিয়ে বিরক্তি প্রকাশ করেন।
ভিডিওটি শেয়ার করেছেন প্লাস্টিক সার্জনের অফিসে কর্মরত এক চিকিৎসকের সহকারী, মারিসা বারিওনুয়েভো।
মূল ভিডিওটি ২০২৩ সালে পোস্ট করা হয়েছিল। তবে গত ২৭ জুলাই এ বিষয়ে মন্তব্য করেন সেলেনা।
৩২ বছর বয়সী এই গায়িকা ভাইরাল হয়ে সেই পোস্টের কমেন্ট সেকশনে তার সার্জারি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।
সেলেনা লিখেছেন, ‘সত্যি বলতে, আমি এটা ঘৃণা করি। ফ্লেয়ার আপের কারণে আমি স্ট্রাইপ করিয়েছিলাম। আমি বোটক্সও করেছি। এতোটুকুই বলতে চাই। এবার আমাকে একা থাকতে দিন।’
লুপাসে আক্রান্ত সেলেনার এই ক্ষোভ প্রকাশের পর মারিসা নামের এই টিকটকার ক্ষমা চেয়ে একটি নোট পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, ‘আপনি যখন কিশোর ছিলেন বা ২০ এর দশকে আপনি দেখতে কেমন ছিলেন তা আমাদেরকে ব্যাখা করার জন্য আপনি কারও কাছে দায়বদ্ধ নন।’
সেলেনা এর উত্তরে লিখেন, ‘আমি আপনাকে ভালোবাসি। আসলে আপনার কারণে নয় এমনিতেই মাঝে মাঝে এসব দেখে দুঃখ পাই।’
২০১৪ সালে সেলেনার লুপাস ধরা পড়েছিল। এটি একটি অটোইমিউন রোগ।
লুপাস রোগ নির্ণয়ের পর ২০১৭ সালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। তিনি চিকিৎসার পর কোন প্রেসক্রিপশন অনুসরণ করছেন বা কী কী ওষুধ গ্রহণ করেছেন তা প্রকাশ্যে প্রকাশ করা থেকে বিরত থেকেছেন।
তবে নিজের চেহারা বদলের জন্য সমালোচনার মুখে প্রতিনিয়ত পড়তে হচ্ছে সেলেনাকে।
সেলেনা এসব সমালোচনার প্রেক্ষিতে জবাব দিয়ে এক পোস্টে লিখেছেন, ‘আমি নিখুঁত নই তবে আমি যেমন, তেমনটা হতে পেরে গর্বিত। কখনও কখনও আমি এটা ভুলে যাই যে নিজের মতো যেমনই আছি ঠিক আছি।’