বাংলা সিনেমায় বিরহের নায়ক মানেই বাপ্পারাজ। নব্বই দশকে তখনকার ব্যর্থ প্রেমিকের চেহারা সাবলীলভাবে পর্দায় ফুটিয়ে তুলতেন তিনি। আর সে সময়েই জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই নায়ক।
তবে এখনকার যুগেও তরুণ ও নেটিজেনদের খুবই পছন্দের বাপ্পারাজ। নব্বই দশকের সাড়া জাগানো ‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজের সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখনও উপভোগ করেন তারা। সম্প্রতি সেই সিনেমার ‘চাচা হেনা কোথায়?’ সংলাপের কারণে নতুন করে আলোচনায় বাপ্পারাজ।
এরই মধ্যে নতুন খবর, বাপ্পারাজ নতুন একটি ওয়েব কনটেন্টে ‘রক্তঋণ’-এ কাজ করেছেন। যেখানে প্রেমিক নয়, অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে।
দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন বাপ্পারাজ। প্রস্তাব পেলেও মনের মতো চরিত্র না পাওয়ায় নাম লেখাননি কোনো সিনেমায়। ভালো গল্প, চরিত্র পেলে কাজ করবেন, এমনটি জানিয়েছিলেন সবসময়।
সবশেষ ২০১৮ সালে রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন টু’ ছবিতে দেখা যায় বাপ্পারাজকে। ওয়েব কনটেন্ট ‘রক্তঋণ’ এর কাজের পর নাকি আরও কিছু ছবির প্রস্তাব পেয়েছেন বাপ্পারাজ।
সম্প্রতি নাকি এক ছবির প্রস্তাব পেয়েছিলেন বাপ্পারাজ। জানালেন, সেগুলো অ্যাডাল্ট ধাঁচের। সেই ছবিতে কাজের প্রস্তাব ফেরানো প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘ছবির পাণ্ডুলিপি পড়ে দেখলাম, বেডসিন। এ বয়সে আমি কি বেডসিন করব? আরে ব্যাটা, আগে দেখে আয় আমার ছবিগুলো। আমি কি এ ধরনের একটি ছবিও করেছি? মাঝখানে ওটিটিতেও কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম, সেগুলোও এমন অ্যাডাল্ট। সমাজ নষ্ট করার অধিকার তো আমার নেই।’