1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
শাকিবকে নাম ধরেই ডাকেন ইধিকা-দর্শনারা - বিজয় টিভি
ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

শাকিবকে নাম ধরেই ডাকেন ইধিকা-দর্শনারা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে
শাকিবকে নাম ধরেই ডাকেন ইধিকা-দর্শনারা

সাম্প্রতিককালে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করে আলোচনায় রয়েছেন ওপার বাংলার দুই অভিনেত্রী ইধিকা পাল ও দর্শনা বণিক। সম্প্রতি মেগাস্টারের জন্মদিন উপলক্ষে ঢাকাই সিনেমার এই নায়কের ব্যাপক প্রশংসা করেন তারা।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে আসল শাকিবকে নিয়ে এই দুই নায়িকার নানা মন্তব্যও। তাদেরকে প্রশ্ন করা হয় শাকিবের চালচলন, ব্যক্তিত্ব ও আচরণ নিয়ে। অকপটে উত্তরও দেন এই দুই নায়িকা।

একটা সময় ছোট পর্দায় কাজ করতেন ইধিকা পাল। এখন তার পরিচয় ‘শাকিবের নায়িকা’। শাকিব খানের সঙ্গে একটা ছবিই বদলে দিয়েছে তার ক্যারিয়ার। ‘প্রিয়তমা’ পর আসছে ‘বরবাদ’। অর্থাৎ, আসছে ঈদেই প্রেক্ষাগৃহে ফের দেখ মিলবে শাকিব-ইধিকা জুটিকে। কিন্তু তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কেমন, তা নিয়ে বেশ কৌতূহল রয়েছে অনুরাগীদের।

শাকিবের প্রসঙ্গ আসতেই দরাজ ইধিকা। বললেন, ‘শাকিব খুব চুপচাপ। এমন নয় যে সেটের মধ্যে হেসে বেড়াচ্ছে, তবে কাজের প্রসঙ্গ এলেই ভীষণ ফোকাসড। আমার আর শাকিবের প্রথম ছবির সময় আমি খুবই নতুন। শাকিব শিল্পীকে কাজের স্বাধীনতা দেয়। আমার মতো নবাগতাকেও তিনি স্বাধীনতা দিয়েছেন।’

ইধিকাকে প্রশ্ন করা হয়, শাকিব খান তার কমফোর্ট জোন কি না? উত্তরে বলেন, ‘একদমই, ভীষণভাবে। কখনওই আনকমফোর্টবল কিছু ফিলই করিনি।’ বাংলাদেশে ‘আপনি’ বলার রেওয়াজ রয়েছে। শাকিব ইধিকার কাছে ‘আপনি’ নাকি ‘তুমি’? ‘নায়িকার উত্তর, ‘আমি ওকে নাম ধরে তুমি বলেই ডাকি। আমার মনে হয় না দাদা বললেই শুধু সম্মান দেওয়া হয়। মানুষের ব্যবহারই বলে দেয় সম্পর্কে কতটা শ্রদ্ধা রয়েছে। তার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা রয়েছে। সেই শ্রদ্ধা ব্যক্ত করার ক্ষেত্রে দাদা বলে ডাকার দরকার পড়েনি।’

এদিকে আসছে ঈদেই মুক্তি পাচ্ছে শাকিবের আরও একটি ছবি ‘অন্তরাত্মা। এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন দর্শনা বণিক। সুপারস্টারের জন্মদিনে প্রশংসা করলেন নায়িকা। তার কথায়, ‘জানেন শাকিবের মধ্যে না একটা ব্যাপার আছে। সেটে যখন ঢুকছেন, বোঝা যায় কেউ একজন বড় মাপের ঢুকছেন। স্টারডমটা মারাত্মক। তবে বায়নাক্কা দেখিনি। ভালো অভিনেতা। টেকনিক্যালি ভীষণ স্ট্রং। অ্যাটিটিউড সমস্যা একেবারেই নেই।’

দর্শনার কাছেও কমফোর্ট জোন শাকিব। তুমি নাকি আপনি, দাদা নাকি শুধুই শাকিব? এই প্রশ্ন করা হয়েছিল তাকেও। নায়িকা হেসে উত্তর দেন, ‘আমি তো তুমিই বলি, নাম ধরে শাকিব বলেই ডাকি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
নো মেকআপ লুকে ভাবনা

নো মেকআপ লুকে ভাবনা

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

বুধবার, ৯ জুলাই, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.