সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবি ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবিটিতে দীপিকার শিফট ৮ ঘণ্টা হওয়ায় আপত্তি ছিল পরিচালকের। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতেই এই বিষয়ে আলোচনা হচ্ছে। দীপিকার পক্ষ নিয়ে মুখ খুলেছেন অনেক তারকা।
এই বিতর্কে এবার দীপিকার পাশে দাঁড়ালেন ছোট পর্দার অভিনেত্রী রুবিনা দিলাইক। ‘ছোটি বহু’ এবং ‘সাস বিনা শাশুরাল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করা রুবিনা, সম্প্রতি ‘বিগ বস ১৪’ বিজয়ীও হয়েছিলেন।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিনা বলেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন এসেছি, তখন কাজের জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এমনও দিন গিয়েছে যখন টানা ১৭ ঘণ্টারও বেশি সময় কাজ করেছি।’ তবে রুবিনা মনে করেন, এই ধরনের কাজের সময়সীমা একজন শিল্পীর জন্য ক্ষতিকর।
তার কথায়, ‘আমি যদি একজন প্রযোজক হতাম, তাহলে আমি কখনোই চাইতাম না আমার কর্মীরা ৮ ঘণ্টার বেশি কাজ করুক। আমি এমন একটি কর্মপরিবেশ তৈরি করতাম যেখানে ৮ ঘণ্টার মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে।’
রুবিনা আরও বলেন, ‘যদি কেউ অতিরিক্ত সময় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে তা নিয়ে আলোচনা হওয়ার কিছু নেই। তবে যদি আপনাকে অতিরিক্ত সময় কাজ করার জন্য জোর করা হয় এবং তার জন্য উপযুক্ত পারিশ্রমিক না দেওয়া হয়, তাহলে সেটি অবশ্যই নিন্দনীয়। তাই অতিরিক্ত কাজ করবেন কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার।’