বলিউডের স্মাইল কুইন মাধুরী দীক্ষিত। সৌন্দর্য আর অভিনয়ের পাশাপাশি নৃত্যে বিশেষভাবে দক্ষ এই অভিনেত্রী। করোনার সময় সবকিছু থেকেই দূরে আছেন। ঘরে থেকেই সময় কাটাচ্ছেন তিনি।
কিন্তু এর মধ্যে নতৃন এক উদ্যোগ নিয়েছেন তিনি। ঘরে বসে নৃত্য শেখাবেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিয়েছেন স্কুল হিসেবে। ১ এপ্রিল থেকে শুরু হয়েছে নাচের ক্লাস, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
শুধু বলিউড কেন, দেশের নৃত্যশিল্পীরাও অনলাইনে এসেছেন এই করোনাকালে। তাদের মধ্যে অন্যতম ওয়ার্দা রিহাব। তিনি নাচ না শেখালেও নৃত্যের মাধ্যমে বৃদ্ধি করতে চেয়েছেন সচেতনতা।
মণিপুরি বোলের সঙ্গে নাক-মুখ ঢাকা, হাত ধোয়া ও দূরত্ব রেখে চলার বার্তা দিয়েছেন শিল্পী ওয়ার্দা রিহাব। আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে, নাচের মাধ্যমে সেটাই তুলে ধরতে চেয়েছেন তিনি।
ঘরে থাকার বিষয়টি কঠোর হয়ে ওঠার আগেই গত ৬ মার্চ যন্ত্রসংগীতের সঙ্গে একটি নাচ করে ফেসবুকে প্রকাশ করেছিলেন গৌড়ীয় নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস। আবার আকাশ ভরা সূর্য-তারা দেখার প্রত্যয়ে, বাড়িতে থাকার আহ্বান জানাতেই এই প্রচেষ্টা।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি