দেশের প্রতিটি প্রান্তে এমন একটি গানে আবেগপ্রবণ হয়ে যায় প্রতিটি বাঙালি। কালজয়ী দেশাত্মবোধক এই গানটির সুরকার বরেণ্য সঙ্গীত পরিচালক, উস্তাদ আজাদ রহমান।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীতজ্ঞ, উস্তাদ আজাদ রহমান আর আমাদের মাঝে নেই। শনিবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তাকে দেশের খেয়াল গানের জনকও বলা হয়।
কলকাতার জনপ্রিয় বাংলা সিনেমা ‘মিস প্রিয়ংবদা’য় সংগীত পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্রের গানে তার পথচলা শুরু। ছবিতে তার পরিচালনায় গান গেয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়।
তবে দেশে আজাদ রহমান প্রথম সংগীত পরিচালনা করেন বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ ছবিতে। এরপর ‘বাদী থেকে বেগম’, ‘অনন্ত প্রেম’, ‘আমার সংসার’, ‘দস্যুবনহুর’, ‘এপার ওপার’, ‘পাগলা রাজা’, ‘ডুমুরের ফুল’, ‘মাসুদ রানা’সহ বহু ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি।
১৯৪৪ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্ম নেন উস্তাদ আজাদ রহমান। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে খেয়ালে স্নাতক করা আজাদ রহমান প্রথম হয়ে পেয়েছিলেন গোল্ডমেডেল।
মানুষের মুখে মুখে ফেরা ‘মনেরও রঙে রাঙাব’ ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, এর মতো বহু গানের সুরকার আজাদ রহমান।
বিদায়বেলায় সঙ্গীতজ্ঞ উস্তাদ আজাদ রহমানকে বিজয় টিভির শ্রদ্ধাঞ্জলি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি