প্রচন্ড আকর্ষনীয় এবং অবশ্যই স্বপ্নের এই চরিত্রটি নিয়ে নাটক সিনেমায় কাজ হয়নি তেমন একটা। তাই ১৯৭৪ সালের পর দ্বিতীয়বার যখন মাসুদ রানা চরিত্র নিয়ে সিনেমা নির্মানের ঘোষণা এলো, তখন থেকেই সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন, কে হবে মাসুদ রানা।
চরিত্রটি খুজতে টিভিতে প্রচার হয়েছে একটি রিয়েলিটি শো। ধারণা করা হচ্ছিল, রিয়েলিটি শো-এর বিজয়ী হবেন মাসুদ রানা। যাকে নিয়ে সিনেমাটি তৈরি করবে হলিউডের একটি টিম।
কিন্তু না, রিয়েলিটি শো থেকে নয়, হলিউডের টিম বাইরে থেকে নির্বাচন করেছে মাসুদ রানা। আইএমডিবি জানাচ্ছিল আসিফ আকবর পরিচালিক এমআর-নাইন ছবিটিতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন এবিএম সুমন। কিন্তু সংশ্লিষ্টরা মুখে কুলুপ এটে ছিল।
অনেকদিন পর হলেও ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান নিশ্চিত করেছেন মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন এবিএম সুমন। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। যেখানে দেখা যাচ্ছে এবিএম সুমনের অডিশন পর্ব।
জাজ মাল্টিমিডিয়া আরও জানিয়েছে বাংলাদেশ, লস অ্যাঞ্জেলস ও সাউথ আফ্রিকা শুটিং এর জন্য খুলে দিলেই হলিউড টিম ছবিটির শুটিং শুরু করবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি