রোজার ঈদে হঠাৎ করেই দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ দর্শকদের উপহার দিয়েছেন গান! ‘মনটা বোঝে না’ শিরোনামের গানটি ভালো লাগলে আবারও গান গাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
গানটি ভালই সারা ফেলেছে দর্শক ও শ্রোতা মহলে। তাই দ্বিতীয় গানের প্রস্তুতি নিচ্ছেন আরিফিন শুভ। কোরবানির ঈদে এটি অবমুক্ত হবে শুভর ইউটিউব চ্যানেলেই। আরিফিন শুভ জানান, দ্বিতীয় গানে তার সঙ্গে থাকছেন কলকাতার তারকা।
তবে নতুন খবর হলো আসছে কোরবানির ঈদে এই নায়ক আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নির্মাতা হিসেবে। তিনি তৈরি করছেন তথ্যচিত্র। যেখানে তিনি নিজেই অভিনেতা নিজেই পরিচালক।
তথ্যচিত্রের বিষয়বস্তু ‘মিশন এক্সট্রিম’ ছবিতে শুভর পরিশ্রম ও সংগ্রাম। বিষয়টি নিয়ে এই তারকা জানান, ‘ছবিটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে। দুই বছর অন্য কোনও ছবি হাতে নেননি। শুটিংয়ের আগে প্রস্তুতি নিয়েছি দীর্ঘ ৯ মাস ধরে। ৯৪ কেজি থেকে ওজন কমিয়ে ৮২ কেজিতে নিয়ে এসেছি। এর পেছনে খাদ্যাভ্যাস, ঘুমের সময় পরিবর্তন, ইনজুরিতে পড়া, হতাশাগ্রস্ত হওয়া— অনেককিছুই উঠে আসবে।
এরই মধ্যে তথ্যচিত্রটির সম্পাদনাও শেষ। ‘মিশন এক্সট্রিম’ যৌথভাবে এটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া আছেন তাসকিন রহমান, ইরেশ যাকের, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে। এটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি