টানা সাড়ে চার মাস প্রবাসে আটকে থাকার পর ১৮ জুলাই শনিবার দেশে ফিরেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। বিমান থেকে নেমেই লম্বা এক শ্বাস নিয়ে দেশের জনপ্রিয় এই শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন, ‘শুভ সকাল।
টানা সাড়ে চার মাস লন্ডনে আটকে থাকার পর অবশেষে প্রিয় মাতৃভূমিতে পৌঁছে গেলাম! নিজেকে প্রচণ্ড হালকা লাগছে।’
গত ২৭ ফেব্রুয়ারি একমাত্র মেয়ে আনমলের সঙ্গে অবকাশ যাপনের জন্য যুক্তরাজ্যে যান ফাহমিদা নবী। যাওয়ার আগে গণমাধ্যমকে বলেছিলেন, ‘জীবনে বহুবার লন্ডনে গিয়েছি। তবে সেসব ছিল গাওয়ার জন্য। এবার যাবো শুধুই বেড়াতে। সেখানে আমার অনেক স্বজন আছেন। মেয়েকে নিয়ে সবার বাসায় বেড়াবো আর সুন্দর সুন্দর স্থানে ঘুরে বেড়াবো টানা একমাস।
মেয়ের সঙ্গে অবকাশ যাপন শেষ করে দেশে মার্চের মধ্যেই ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তিনি লন্ডনে যাওয়ার পরই মহামারির কারণে প্রায় গোটা পৃথিবী পড়ে যায় লকডাউনে। ফলে বন্ধ থাকে বিমান চলাচল।
অবশেষে ১৮ জুলাই দেশে ফিরতে পেরেছেন তিনি। ফাহমিদা নবী জানিয়েছেন, ‘এতোটা খারাপ লাগতো না, যদি সেখানে ঘরবন্দি না হতে হতো। প্রায় সাড়ে চার মাসই সেখানে ঘরবন্দি। সঙ্গে তার সন্তান ছিল। একে অপরকে সময় দিয়েছেন তারা।
গত ভালোবাসা দিবসে ‘তুমিহীন’ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘একুশ আমার’ শিরোনামে দুটি নতুন গান প্রকাশ করেন ফাহমিদা নবী। ভক্ত-মহলে ভালোই সাড়া ফেলেছে গান দুটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি