গানটি স্পর্শকাতর একটি মর্মান্তিক মৃত্যুকে অনুভব করে। বোমায় আহত ৩ বছর বয়সী এক সিরীয় শিশু মৃত্যুর আগে বলে গিয়েছিল, আল্লাহর কাছে সব বলে দেবে। পৃথিবীকে চিরবিদায় জানিয়েছে শিশুটি। কিন্তু এমন মর্মস্পর্শী উচ্চারণ ভীষণভাবে নাড়া দিয়ে যায় পুরো বিশ্বকে।
জীবনমুখী গানের সাড়া জাগানো শিল্পী কবীর সুমনকেও নাড়া দেয় এই ঘটনা। শিশুটির বলে যাওয়া সেই বাক্যটিকে ধরে গান বাঁধেন সুমন। সেই গান কণ্ঠে তুলেছেন শ্রোতানন্দিত গায়ক আসিফ আকবর। সুমনের কথা ও সুরে সেই গান প্রকাশ পেয়েছে অন্তর্জালে।
গানের শিরোনাম ‘সিরিয়ার ছেলে’। এর সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গেল ২১ জুলাই গানটি প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে। শুধু তাই নয়, তিনটি গান একসঙ্গে তৈরি করছেন এই জুটি। যার প্রথম কিস্তি হলো ‘সিরিয়ার ছেলে’।
বাংলা গানটিকে বিশ্বে ছড়িয়ে দিতে ইংরেজি ও আরবি সাবটাইটেল ব্যবহার করা হয়েছে মিউজিক ভিডিওটিতে। গানটির প্রকাশ উপলক্ষে এক ভিডিও বার্তায় কবীর সুমন জানান, ইউটিউবে আসিফের গান শুনেছেন তিনি। আসিফের কণ্ঠ ও ব্যক্তিত্ব তার পছন্দ হয়েছে।
এদিকে প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব কবীর সুমনের এমন প্রশংসায় ‘ধন্যবাদ’ জানাতে দেরি করেননি আসিফ। ভিডিও শেয়ার করে নিজের ফেসবুক পেজে আসিফ লেখেন, ‘জীবনে এর চেয়ে বেশি কিছু লাগে না। ধন্যবাদ শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন দাদা। কৃতজ্ঞতা।’
প্রথমবারের মতো কলকাতার সংগীতশিল্পী-গীতিকার কবির সুমনের কথা ও সুরে গান গাইলেন বাংলাদেশের শ্রোতাপ্রিয় গায়ক আসিফ আকবর। সামনে আরও কিছু কাজে শ্রোতা-ভক্তদের জন্য এই জুটি আবারও হাজির হবেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি