লকডাউনের মধ্যেই ধুমধাম করে বিয়ে সেরে ফেললেন ব্লকবাস্টার ‘বাহুবলী ছবির ভিলেন ‘বল্লালদেব’ ওরফে রানা দাগ্গুবাতি। গত বৃহস্পতিবার দীর্ঘ দিনের প্রেমিকা মিহিকার সঙ্গে ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়া ঝড় তুলে দিয়েছেন এই অভিনেতা।
বাহুবলীর বল্লালদেব ওরফে রানা দাগুবাতির সঙ্গে মিহিকা বাজাজের বিয়ের খবর আগেই শোনা গিয়েছিল। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, প্রেমিকাকে এবার ঘরে তুলতে যাচ্ছেন এই অভিনেতা। মিটে গেছে বাগদানের কাজও।
লকডাউনের এই সময়ে বেশ সুরক্ষা ও নিরাপত্তা মেনেই হচ্ছে এই বিয়ে। একেবারে কাছের কিছু বন্ধু ও আত্মীয় এবং অল্প কিছু তারকার উপস্থিতি ছিল মেহেদি আসরে। ইনস্টাগ্রাম পোস্ট দেখে সেটাই অনুমান করা গেছে।
মারওয়ারি ও তেলুগু ঐতিহ্য অনুসারে অনুষ্ঠিত হয় রানা-মিহীকার বিয়ে। মিহীকার জুবিলি হিলসের বাড়িতে গায়ে হলুদ ও মেহেদি দিয়ে শুরু করে টানা তিনদিন ধরে তাদের উৎসব লেগেই ছিল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি