২০১৩ সালে পরিচালক জ্যাক স্নাইডার ঘোষণা দেন সুপারম্যানের সিক্যুয়েলের। যেখানে পর্দায় প্রথমবারের মতো লাইভ অ্যাকশন করতে দেখা যাবে সুপারম্যান এবং ব্যাটম্যানকে। যে মুভিটি ফ্র্যাংক মিলারের জনপ্রিয় কমিক ডার্ক নাইট রিটার্নস থেকে অনুপ্রাণিত হবে। মুভির টাইটেল ঠিক করা হয়, ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অফ জাস্টিস।
তবে দর্শকদের যে আকুতি ছিল, তার কিছুই পূরণ করতে পারেনি ২o১৭ সালে মুক্তি পাওয়া ‘জাস্টিস লিগ’। মুভিটি নির্মাণের শুরু থেকেই জন্ম নিচ্ছিল নানা বিতর্ক। বেশ কয়েকবার স্ক্রিপ্ট পুনর্লিখন, পরিচালক বদল, রানটাইম কমিয়ে আনা সবকিছুই হতাশ করে এর ভক্তদের।
এবার ডিসি কমিক্সের ভক্তদের হতাশা কিছুটা কাটতে চলেছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে জাস্টিস লিগের পরিচালক স্নাইডার এর পুরো ভার্সন ছবির একটি ট্রেইলার। এখানে পরিচালক স্নাইডার পুর্ববর্তি ছবির যেই কমতি ছিল সব এই চার ঘণ্টার মিনি সিরিজে পূরণ করবেন।
জাস্টিস লিগে থাকছে অতিমানব ‘ওয়ান্ডার ওম্যান’, ‘ব্যাটম্যান’, ‘অ্যাকুয়াম্যান’, ‘সাইবর্গ’ আর ‘ফ্ল্যাশ’। কমিক বইয়ের কাহিনি অনুসারেই শুরুটা করে ব্যাটম্যান। সুপারম্যানের আত্মত্যাগ সামনে রেখে ওয়ান্ডার ওম্যানকে সঙ্গে নিয়ে নতুন একটা দল তৈরি করে ব্যাটম্যান। এরপর দলের সদস্য হিসেবে যোগ দেয় অন্যরা।
এই নতুন ট্রেলারে পুরোনো শত্রু স্টেপেনউলফ আর তার বাহিনী প্যারাডেমন্স এর পাশাপাশি দেখা যাবে ভিলেন ডার্কসিড কে। একুয়াম্যান চরিত্রটিকে আরো বেশি পর্দায় দেখা যাবে। তবে এর সঙ্গে দেখা যাবে জাস্টিস অব হলের ধ্বংসস্তূপ।
শুধু তাই নয় এবার সুপারম্যান কে দর্শকদের প্রতীক্ষিত কালো স্যুটে দেখা যাবে। আর থাকবে সাইবর্গের ব্যাক স্টোরি।
জাস্টিস লিগ- স্নাইডারস কাটে এ ব্যাটম্যান চরিত্রে এবারও থাকছেন বেন অ্যাফ্লেক। আরও থাকছেন হেনরি কেভিল, গ্যাল গ্যাদত, এজরা মিলার, জেসন মোমোয়া এবং রে ফিশার । ছবিটি ২০২১ সালে এইচ বিও ম্যাক্স এ চার খন্ডে মুক্তি পাবে ।