শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ বক্সী’ নিয়ে এ পর্যন্ত যত ছবি হয়েছে, সবই হিট। হিটের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে প্রধান চরিত্র ও পরিচালকের মুখ। শেষ মুক্তি পাওয়া ছবিতে ব্যোমকেশের চরিত্রে দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়কে।
এবার শোনা যাচ্ছে ব্যোমকেশের নতুন ছবিতে মূখ্য চরিত্রে ফিরবেন আবীর চট্টোপাধ্যায়। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস তেমনটাই পরিকল্পনা করছেন।
অনির্বাণ ভট্টাচার্য যেমন ওয়েব প্ল্যাটফর্মে ব্যোমকেশ বক্সীর চরিত্র করছেন, তেমনটাই করবেন। ‘গুপ্তধন সিরিজ় হিট হোয়ার পরে প্রযোজনা সংস্থার ঘরে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের খাতির অনেকটাই বেড়েছে।
তাই ব্যোমকেশের মতো ওজনদার সিরিজ়ের দায়িত্ব ধ্রুবর হাতেই দিতে চাইছে সংস্থা। তাই এবার নতুন ছবিতে এক সাথে কাজ করবেন আবীর এবং ধ্রুব।
তবে ছবির শুটিং শুরু হতে এখনও দেরি আছে। সিনেমা হল না খোলা পর্যন্ত নতুন কোনও কাজে হাত দিতে চাইছে না প্রযোজনা সংস্থা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি