করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে ঢাকাতেই আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সিনেমা নিয়ে তার ব্যস্ততা থাকলেও করোনার কারণে আটকে আছে সব। তবে জয়ার সুখবর আটকাতে পারেনি এই ভাইরাস।
অধিকাংশবারের মতো সুখবর এসেছে কলকাতা থেকে। জয়া যুক্ত হয়েছেন নতুন ছবিতে। টলিউডের ‘সোয়েটার’ ও ‘হৃদপিণ্ড’-খ্যাত পরিচালব শিলাদিত্য মৌলিক সিনেমা নির্মাণ করবেন জয়াকে নিয়ে। ছবির নাম ‘ছেলেধরা’। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান নিজেই।
‘ছেলেধরা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জয়াকে। বিজয় টিভিকে তিনি জানান, ছিনতাই হয়ে যাওয়া বাচ্চাকে উদ্ধারের জন্য একজন মায়ের সংগ্রাম দেখা যাবে এখানে। সন্তানকে উদ্ধার করতে গিয়ে নতুন করে নিজেকে আবিষ্কার করেন মা। জয়ার চরিত্রটি এমনই।
তবে এখন সমস্যাটা হলো কলকাতায় যাওয়া এবং শুটিং শুরু করা। জয়া জানান, যাতায়াতের পথ যখন খুলে দেয়া হবে তখনই কলকাতা যাবেন জয়া। সেক্ষেত্রে সিনেমার শুটিং শুরু দেরিও হতে পারে।