পুরনো দিনের প্রেমের গল্পের ছবি ‘বেঙ্গল বিউটি’। যেখানে সত্তর দশকের একজন মেডিকেল ছাত্রীর চরিত্রে দেখা গেছে টয়াকে। রেডিও শো শোনার সময় কণ্ঠ শুনেই আরজে’র প্রেমে পড়ে যান তিনি।
বেঙ্গলি বিউটি’র শুটিং হয়েছে বাংলাদেশে। সত্তর দশকের প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রে এক বেতার কর্মীর সঙ্গে কর্তৃপক্ষের দ্বন্দ্ব-সংঘাত ও এক মেডিকেল ছাত্রীর সঙ্গে তার সম্পর্কের রসায়ন রূপায়ণ করা হয়েছে।
নতুন পরিচালক, নতুন অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। যুক্তরাষ্ট্র প্রবাসী রাশান নূর ছবিটি পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন। কেন্দ্রিয় নারী চরিত্রে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া।
ছবিটি দেশের কম সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দেশের গণ্ডি ছাপিয়ে বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে এটি। আনন্দের সংবাদ হল, প্রথমবারের মতো বাংলাদেশি কোন সিনেমা হিসেবে ‘বেঙ্গলি বিউটি’ চলচ্চিত্রটি স্থান করে নিয়েছে অ্যামাজন প্রাইম স্ট্রিমিং সাইটে।
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এবং চীনেও মুক্তি পেয়েছে ছবিটি এবং ভালো ব্যবসাও করেছে। ছবিটি ৪ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দুই জায়গাতেই অ্যামাজন প্রাইমে মুক্তি পায়।
সিনেমাটিতে মুমতাহিনা টয়া ছাড়াও আরো অভিনয় করেছেন সারা আলম, আশফাক রেজওয়ান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মাসুম বাশার, জিএম শহিদুল আলম, নাজিবা বাশার, নায়ালা আজাদ’সহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি