দেব আনন্দ কলেজের পড়াশোনা শেষ করে দেব আনন্দ চলে আসেন মুম্বাইতে। চাকরী জীবন শুরু করেন মিলিটারি সেন্সর অফিসে।
কিন্তু অভিনয় তাকে এতই আকৃষ্ট করে যে কয়েকদিনের মধ্যেই চাকরী ছেড়ে দিয়ে যোগ দেন থিয়েটারে এবং কাজের সন্ধানে বলিউডের স্টুডিও গুলোতে ঘুরতে থাকেন।
১৯৪৬ সালে ‘ হাম এক হ্যাঁয় ’ সিনেমার মধ্যদিয়ে প্রথমবার পর্দায় হাজির হন দেব আনান্দ। যে অশোক কুমারের ভক্ত ছিলেন দেব আনন্দ সেই অশোক কুমারেরই নজর পড়ল দেব আনন্দের উপর। তিনি ‘বম্বে টকিজ’ ছবিতে কাজের জন্য দেব আনন্দের হয়ে সুপারিশ জানালেন।
‘বম্বে টকিজ’ ছবিটি বলিউডে জন্ম দিল নতুন এক ইতিহাসের। বলিউডে শুরু হল এক নতুন যুগের। তারপর দেব আনন্দকে আর পিছন ফিরে দেখতে হয়নি।
দেব আনান্দ মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন অসংখ্য সিনেমায়। কখনও বা নায়ক হয়ে কখনও বা নির্মাতা হয়ে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। জিতেছেন জাতীয় ও আন্তর্জাতিক অসখ্য পুরস্কার ও সন্মাননা।
বলিউডে ইতিহাস তৈরি করা কিংবদন্তী এই অভিনেতা ২০১১ সালের ৩ ডিসেম্বর ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। আজ দেব আনন্দের ৯৭ তম জন্মদিন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি