ধর্ষণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সারাদেশ। এই নিকৃষ্ট অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন র্যাপার তবীব মাহমুদ। গানে গানে ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তিনি। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘তুই ধর্ষক’ শিরোনামে নতুন গান বেঁধেছেন তবীব।
সম্প্রতি অন্তর্জালে গান ভিডিওটি প্রকাশ হয়েছে। ভিডিওতে দেশের ধর্ষণচিত্র ও ধর্ষণের বিচারহীনতার চিত্র ফুটিয়ে তুলেছেন একঝাঁক মূকাভিনয় শিল্পী। এরই মধ্যে এটি ভিউ ছাড়িয়েছে ৫ লাখের বেশি।
ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন এই শিল্পী। কিছুদিন আগে শাকিব খান অভিনীত ‘নবাব এল.এল.বি’ সিনেমায়ও ধর্ষণ বিরোধী একটি গান করছেন তবীব।
ব্যতিক্রমী কথায় ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন দীন ইসলাম শারুখ। ‘ঘৃণা’ শিরোনামে র্যাপ গানটির কথা লিখেছেন রণক ইকরাম। গানটির সুর সংগীত করেছেন দীন ইসলাম শারুখ। ধর্ষণের প্রতিবাদে এই গানটি প্রকাশ পেয়েছে অন্তর্জালে।
গান ভিডিওটিতে মডেল হয়েছেন আনিকা অনি, ম্যাগডেলিনা রোজারিও, অনিমা মীম ও হোসাইন ইকবাল। লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত ভিডিওটি পরিচালনা করেছেন শারুখ ও বিষু।
দেশে চলমান ধর্ষণকাণ্ড’র প্রতিবাদ জানিয়ে এতে সামিল হয়েছেন দেশের তারকারাও। তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে চলমান ধর্ষণকাণ্ডকে সামনে রেখে প্রতিবাদ জানিয়ে ধর্ষণ মুক্ত বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি