করোনামুক্ত হয়ে ‘‘গাঙচিল’ ছবির শুটিংয়ের মধ্য দিয়ে লম্বা বিরতির ইতি টানেন পূর্ণিমা। কিন্তু এক দিন শুটিং করেই আবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পূর্ণিমার অসুস্থ হয়ে পড়ায় ১৮ অক্টোবর শুটিং স্থগিত করা হয়। ছবির শুটিং স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল।
১৭ অক্টোবর দিনভর বেশ আনন্দ নিয়েই এফডিসির নয় নম্বর ফ্লোরে শুটিং শুরু করেন পূর্ণিমা ও ফেরদৌস। শুটিং শেষে রাতে বাসায় ফেরার পর জ্বর আসে পূর্ণিমার। জ্বর ছাড়াও তার শরীরে প্রচণ্ড ব্যথা আছে বলেও জানিয়েছেন তার পরিবারসূত্র।
হঠাৎ পূর্ণিমার অসুস্থতায় শুটিং বন্ধ হয়ে যাওয়ায় পরিচালকও কিছুটা বিপাকে পড়েছেন। গাঙচিলের পরিচালক নেয়ামূল বলেন, ‘কী আর করা। অসুস্থতার ওপর কারও কোনো হাত নেই। আপাতত পূর্ণিমার সুস্থ হওয়াটা জরুরি। এরপর আবার শুটিংয়ের পরিকল্পনা করব।’
তবে আশার কথা হলো ১৯ অক্টোবর আবারও শুটিংয়ে ফিরছেন পুর্ণিমা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন পরিচালক। এফডিসিতে চলবে শুটিং।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে ছবিটিতে অভিনয় করছেন ফেরদৌস এবং পূর্ণিমা। ফেরদৌস পূর্ণিমা ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নতুন বছরকে সামনে রেখে ছবিটি মুক্তির কথা ভাবছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি