সংবাদকে কি কাব্য বলা যায়? সংবাদকে কি যেমন খুশি ব্যবহার করা যায় নিজের ক্ষমতা জাহিরের জন্য? এরকম ই গল্প নিয়ে ছবি ‘শিরোনাম’।
এই সিনেমায় দুর্গম এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে ফটো জার্নালিস্ট অভিন রায় অর্থাৎ যিশু সেনগুপ্ত নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটিকে তারই নিউজ চ্যানেলের এডিটর রজত অর্থাৎ অঞ্জন দত্ত অপহরণের মুখরোচক গল্প বানিয়ে ফেলেন।
এরই জের ধরে মানুষের আবেগকে হাতিয়ার বানিয়ে ব্রেকিং নিউজের বাজারে নিজেদের দক্ষতা ও কার্যকরিতাকে লাইমলাইটে নিয়ে আসার নোংরা খেলা শুরু হয়ে যায়। যার কারণে চাপা পড়ে নিখোঁজ হওয়ার আসল সত্যটা।
কাহিনির টানটান উত্তেজনার গতির সঙ্গে সামঞ্জস্য রেখে রয়েছে দারুণ অভিনয়। উঠে এসেছে চিরকাল এক শ্রেণির মানুষের কিছুই না পাওয়ার কথা। আর এই নিয়েই আবর্তিত ও বিবর্তিত হতে থাকে শিরোনাম।
এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়। শিরোনামে ছোট ছোট চরিত্রে দারুণ অভিনয় করেছেন সুজন মুখোপাধ্যায়, শ্রীলা মজুমদার সহ আরো অনেকে। আগামী ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি