২০১৮ সালের কথা। চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ঘোষণা দেন তার নতুন ছবি ‘দিন-দ্য ডে’ ছবির। বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের উপর অন্যায়ভাবে নির্যাতন, আদম পাচার, মাদকের উৎপাদন, আধিপত্য, চোরাচালানের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দিন-দ্য ডে’ ছবিটি।
ছবিটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে হয়েছে ছবিটির শুটিং। ইরানের মুর্তুজা আতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি।
সব ঠিকই ছিল। কিন্তু করোনায় থেমে যায় ছবির কাজ। তবে নতুন খবর হলো, ঢাকাই সিনেমার চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল তার ‘দিন-দ্য ডে’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে আগামী ২৭ অক্টোবর তুরস্কে যাচ্ছেন। সেখানে সিনেমাটির শেষ ধাপের ২০ দিনের শুটিং হবে।
করোনার কারণে ছবিটির কাজ শেষ করা সম্ভব হয়নি। কিছু সিক্যুয়েন্স ও তিনটি গানের শুটিং বাকি। টানা ২০ দিন শুটিং করতে তুরস্কে উড়াল দিচ্ছেন অনন্ত। তার আগে ২৫ অক্টোবর তুরস্কে উড়াল দিচ্ছে বাংলাদেশের একটি টিম।
‘দিন-দ্য ডে’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে অনন্ত জলিলের সফরসঙ্গী হচ্ছেন কোরিওগ্রাফার হাবিব রহমান। তিনটি গানের কোরিওগ্রাফি করছেন তিনি। এদিকে, অনেক আগেই অন্তর্জালে প্রকাশ পেয়েছে ‘দিন-দ্য ডে’ ছবির ট্রেলার। প্রকাশ পেয়েছে গানের চুম্বক অংশও।
নিউজ ডেস্ক/বিজয় টিভি