দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। সংগীত জগতে দারুণ দাপুটে ও শ্রোতা প্রিয় তিনি। দীর্ঘদিন ধরেই তাহসান তার ভক্ত শ্রোতাদের উপহার দিয়ে আসছেন দারুণ সব মৌলিক গান। একসময় গানের পাশাপাশি অভিনয় ক্যারিয়ার শুরু করেন তাহসান।
ছোট পর্দায় অভিনয় করে দর্শক-ভক্তদের মধ্যে বেশ সাড়া পান তাহসান। এরপরের গল্পটা অন্যরকম। গান এবং অভিনয়-দুই করছেন সমানতালে। সম্প্রতি করোনা থেকে মুক্ত হয়ে শুটিংয়ে ফিরেছেন তাহসান খান।
নতুন খবর হলো, ‘ছক’ শিরোনামের একটি ৯০ মিনিটের ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তাহসান খান। আর তার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন অর্চিতা স্পর্শিয়া। ২৫ অক্টোবর সকাল থেকে আরিচা ঘাটে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হয়েছে।
ওয়েব ফিল্মটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা গোলাম সোহরাব দোদুল জানান, ‘ছক’ হচ্ছে একটি জার্নির গল্প, ছকের গল্প। টানা ১২ থেকে ১৪ দিনের শুটিং হবে। ডিসেম্বরে সিনেম্যাটিক অ্যাপে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।
নির্মাতা আরও জানান, ‘ছক’ ওয়েব ফিল্মে তাহসানের চরিত্রটি দর্শকরা মনে রাখবে অনেকদিন। ওয়েব ফিল্মটিতে তাহসান, স্পর্শিয়া ছাড়াও আরও অভিনয় করবেন একঝাঁক থিয়েটারকর্মী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি