শাহরুখ খানের ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। ২০১৮ সালে ‘জ়িরো’ মুক্তির পরে দীর্ঘ বিরতি শেষে এখন শাহরুখ বেশ কয়েকটি প্রজেক্ট পাকা করেছেন বলে শোনা যাচ্ছে। যেগুলির মধ্যে অন্যতম ‘পাঠান’ ছবিটি। এতে শাহরুখের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকেও।
শাহরুখের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘ওম শান্তি ওম’ সিনেমায় দেখা গিয়েছিল সালমানকে। অন্যদিকে সালমানের ‘হার দিল জো প্যায়ার কারেগা’ ও ‘টিউবলাইট’ ছবিতে হাজির হয়েছিলেন কিং খান।
পাঠান ছবিতে ছোট্ট একটি চরিত্রের জন্য নির্মাতারা সালমানের সঙ্গে কথা বলেছেন। আর ভাইজান সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছেন। তবে সালমানের চরিত্র বা কবে থেকে শুটিং শুরু করবেন, এ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এরকম তারোবহুল সিনেমা নিয়ে দর্শকদের যে আলাদা একটা উন্মাদনা থাকবে, তা তো বলাই যায়। শোনা যাচ্ছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা নভেম্বর মাসের শেষ থেকেই শুটিং শুরু করবেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি